বাংলাদেশ তখনই এগিয়ে যাবে, যখন আমরা সমস্যাগুলোকে জ্ঞান, যুক্তি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে পারব। একজন প্রযুক্তিবিদ এবং সমাজ–উন্নয়নে বিশ্বাসী মানুষ হিসেবে—এটাই আমার কাজ ও চিন্তার মূল কেন্দ্র। এই চ্যানেল মানুষের ভাবনা, জ্ঞান ও প্রচলিত সমাধানকে চ্যালেঞ্জ করে একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে সকলকে সহযোগিতা করার উদ্দ্যেশ্যে-ই তৈরি।